গত মার্চে নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার যে যাত্রীবাহী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছিল তার জন্য পাইলটকে দায়ী করা হয়েছে সে দেশের সরকারের গঠিত তদন্ত কমিশনের এক প্রতিবেদনে। তদন্ত কমিশনের ওই প্রতিবেদনের অনুলিপি হাতে পাওয়ার কথা জানিয়ে কাঠমান্ডু পোস্ট সোমবার প্রতিবেদনটির বরাতে এক রিপোর্টে বলেছে দুর্ঘটনার দিন নিহত পাইলট আবিদ সুলতান ছিলেন বিপর্যস্ত ও বেপরোয়া । কাঠমান্ডু পোস্ট আরও বলেছে বিমানবন্দরে অবতরণের আগে পাইলট নিয়ন্ত্রণ কক্ষকে সঠিক তথ্য দেননি। তবে, ইউএস-বাংলা এক লিখিত বিবৃতিতে কাঠমান্ডু পোস্ট এর প্রতিবেদনকে ভিত্তিহীন এবং দুরভিসন্ধিমুলক বলে আখ্যায়িত করে বলেছে এটা যেহেতু তদন্ত কমিশনের অফিসিয়াল বক্তব্য নয় সেহেতু একে বিশ্বাস করার কোন কারন নাই ।
উল্লেখ্য, গত ১২ মার্চ ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে দুর্ঘটনা প্রবন কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে নামার সময় ইউএস-বাংলার ফ্লাইট বিএস ২১১ বিধ্বস্ত হলে আরোহীদের মধ্যে ৫১ জনের মৃত্যু হয় ।
ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।