আগামী পাঁচ বছরেও ডিভি লটারির সুযোগ আসার সম্ভাবনা নেই: ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস

কোনও বাংলাদেশি যাতে যুক্তরাষ্ট্রে স্থায়ী নাগরিকত্বের জন্য ডাইভার্সিটি ভিসা ডিভি লটারি নিয়ে প্রতারণার ফাঁদে পা না দেন, সে জন্য সতর্ক করেছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস।

যুক্তরাষ্ট্র দূতাবাসের কনসাল জেনারেল এলিজাবেথ গোর্লে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন ডিভি প্রোগ্রামে বাংলাদেশের কোটা পূরণ হয়ে গেছে তাই বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে ডিভি লটারির কোন সুযোগ নেই।

আগামী পাঁচ বছরেও এই সুযোগ আসার সম্ভাবনা নেই বলে উল্লেখ করে তিনি বলেন এমনকি ভবিষ্যতে আর কখনো এই সুযোগ নাও আসতে পারে। ডিভি প্রোগ্রাম বাংলাদেশিদের জন্য ২০১২ সাল থেকে বন্ধ আছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর বাংলাদেশ থেকে ৪৪ হাজার ভিসার আবেদন পড়েছে।

এ ছাড়া একই বছরে যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার জন্য ২৪ হাজার আবেদন পড়েছে। তবে কতজনকে ভিসা দেয়া হয়েছে তা জানান হয় নাই। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

আগামী পাঁচ বছরেও ডিভি লটারির সুযোগ আসার সম্ভাবনা নেই: ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস