সিরিয়ায় সামরিক অভিযানে বৃটিনের নেতিবাচন অবস্থান সত্বেও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কোয়াশিন গঠনের প্রচেষ্টা


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হগেল বলেন, সিরিয়া সরকারের বিরুদ্ধে সামরিক অভিযানে বৃটিশ আইন প্রণেতাদের বিরোধীতা সত্বেও এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক কোয়াশিন গঠনের প্রচেষ্টা অব্যহত রাখবে। সন্দেহ করা হয় যে সিরিয়ার সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহারের করেছে।

প্রতিরক্ষামন্ত্রী হেগেল শুক্রবার ম্যানিলায় সংবাদিকদের বলেন, বৃটেন সংসদের নিম্নকক্ষ সমরিক অভিযানে অংশ গ্রহণের বিষয়টি নাকোচ করে দিয়েছে। বাধ্যতামূলক নয় এমন ভোটের কারনে বৃটিশ প্রধানমন্ত্রী এতে বাধার সম্মুখীন হয়েছেন।

বৃটিশ প্রধানমন্ত্রী কেমেরুন সাংসদদের বলেছেন, যুদ্ধাপরাধের কারনেই সেখানে সেনা অভিযান চালানো হবে সিরিয়া সরকারকে উতক্ষাতের লক্ষ্যে নয়।

শুক্রবার, ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁনসোয়া ওলান্দে বলেন বৃটিশ ভোটের কারনে সিরিয়া বিষয়ে সিদ্ধান্তে তার দেশের অবস্থান পাল্টাবে না।

ওয়াইট হাউজ সিরিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহার করার অভিযোগ সম্বলিত গোয়েন্দা বিভাগের একটি রিপোর্ট আজ সর্ব সাধারন্য প্রকাশ করতে পারে।