যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল পদত্যাগ করছেন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল দুবছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করছেন।

প্রেসিডেণ্ট বারাক ওবামা হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বলেন, গত মাসে প্রতিরক্ষা মন্ত্রী তাঁকে জানিয়েছেন, তাঁর দায়িত্বের ইতি টানার সময় হয়েছে। এ সময় তাঁর সঙ্গে ভাইস প্রেসিডেণ্ট বাইডেন এবং প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেলও উপস্থিত ছিলেন।

মিঃ ওবামা বলেন, ইবোলা এবং ইসলামিক স্টেটের মোকাবিলায় তাঁর প্রশাসনকে হেগেল বলিষ্ঠ হাতে সাহায্য করেছেন। মিঃ ওবামা আরো বলেন, তিনি কোন সাধারণ প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন না। বিগত কয়েক দশক ধরে, তিনি দেশের জাতীয় নিরাপত্তা এবং সামরিক বাহিনী নারী-পুরুষদের সেবায় নিজেকে উতসর্গ করেছেন।

সোমবার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, তিনি চাপের মুখে পদত্যাগ করলেন।

২০১৩ সালের ফেব্রুয়ারী মাসে তিনি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নেন। হেগেল ছিলেন ওবামা মন্ত্রীসভার একমাত্র রেপাবলিক্যান সদস্য।

সরকারি ও বেসরকারী খাতে কাজ করার আগে তিনি সেনাসদস্য হিসেবে ভিয়েতনাম যুদ্ধে অংশ নিয়েছেন। ১৯৯৬ সালে তিনি সেনেটর নির্বাচিত হন।