যুক্তরাষ্ট্রে স্বল্প মেয়াদি ঋণের সূদহার শুন্যে ধরে রাখার পরিকল্পনা ফেডারেল রিজার্ভের

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ ঘোষনা করেছে - দেশের বেকার হার ৬ দশমিক ৫ শতাংশে না নামা অবধি বা মূল্যস্ফিতি ২ দশমিক পাঁচে না যাওয়া পর্যন্ত স্বল্প মেয়াদী ঋণের সূদহার শুন্যে ধরা রাখার জন্যে নজির বিহিন পদক্ষেপ নেবেন তাঁরা । এ বিষয়টি এবং এরই কি প্রভাব পড়বে বা পড়তে পারে আসন্ন আর্থনীতিক সংকটের আশংকা বা ফিসকাল ক্লিফের ক্ষেত্রে , তা নিয়ে আলোচনা করেছেন বিশ্ব ব্যাঙ্কের সাবেক অর্থনীতিবিদ ডক্টর হাসান ইমাম । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।

Your browser doesn’t support HTML5

us economy