আমেরিকায় মাত্রই মেয়াদ মধ্যবর্তী কংগ্রেশনাল নির্বাচন হয়ে গেল। এবারের নির্বাচনে সবচাইতে উল্লেখযোগ্য দিকটি হচ্ছে মহিলাদের অংশগ্রহণ এবং প্রতিনিধি পরিষদে ১’শর উপরে মহিলার জয়লাভ যা আগের রেকর্ড ভঙ্গ করেছে।
এমন অনেক রাজ্য যেখানে আগে কংগ্রেস ডেলিগেটস হিসেবে মহিলাদের নির্বাচিত হতে দেখা যায়নি। এবার ভার্জিনিয়া রাজ্যে প্রথমবারের মত তিনজন ডেমোক্রেট কংগ্রেসওমেন নির্বাচিত হয়েছেন। দু-জন মুসলমান মহিলা জয়লাভ করেছেন। এবারের মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অত্যন্ত চ্যালেঞ্জিং নির্বাচনগুলোর মধ্যে অন্যতম।
যুক্তরাষ্ট্রের এবারের মধ্যবর্তী নির্বাচনে মহিলাদের বিরাট সাফল্য নিয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে ক্যালিফোর্নিয়া প্রবাসী কৌশলী এবং বাংলাদেশের অন লাইন পোর্টাল “ওমেনস চ্যাপটার”এ লেখক তামান্না ইসলামের সংগে কথা বলছেন তাহিরা কিব্রিয়া।
বিস্তারিত শুনতে অডিতে চাপ দিনঃ
Your browser doesn’t support HTML5
Tamanna