জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সরকার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং চীন ভ্রমনে যাওয়া বিদেশীদের ওপর কঠোর ভ্রমণ নিয়ন্ত্রণ আরোপ করেছে। চীন সরকার এই প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বৃদ্ধি পাবার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র সরকার এই পদক্ষেপ গ্রহন করে। মধ্য হুবেই প্রদেশের চীন কর্মকর্তারা শনিবার বলেছেন এই পর্যন্ত ২৫৮ জন মারা গেছে এবং প্রায় ১২,০০০ মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছে।


ক্রমাগত করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারনে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রী আলেক্স আজার শুক্রবার ঘোষণা দেন যাদের পরিবার-পরিজনের সদস্য যুক্তরাষ্ট্রের নাগরিক, তাদের বাদে সম্প্রতি যারা চীন ভ্রমণ করেছেন তাদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে।তিনি আরও বলেন, গত দুই সপ্তাহের মধ্যে চীনের হুবেই প্রদেশে যারা ভ্রমণ করেছেন তাদের ১৪দিন বাধ্যতামূলক কোয়ারান্টিন বা পৃথকীকরণ ব্যবস্থায় রাখা হবে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র যুক্তরাষ্ট্রে ষষ্ঠ ব্যক্তির আক্রান্ত হবার খবর নিশ্চিত হওয়ার পর এই ঘোষণা দেওয়া হয়। স্বাস্থ্য কর্মকর্তারা বলেন সাম্প্রতিক রোগী সান ফ্রান্সিস্কোর দক্ষিণে সান্তা ক্লারা কাউন্টির একজন ব্যক্তি, তিনি চীন ভ্রমণের পর অসুস্থ হয়ে পড়েন।