যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ শত শত অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে

Immigration Raids California

যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগের কর্তৃপক্ষ, যুক্তরাষ্ট্রে অবৈধ ভাবে বসবাসরত শত শত অভিবাসীকে গ্রেপ্তার করেছে। গত সপ্তাহ থেকে গ্রেপ্তার অভিযান শুরু হয়। কর্তৃপক্ষ অবশ্য বলেছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি যে নির্বাহী নিষেধাজ্ঞা সাক্ষর করেছিলেন তার সঙ্গে এর কোন সম্পর্ক নেই।

রবিবার ভোরে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেছেন, “অবৈধ অপরাধীদের বিরুদ্ধে দমন অভিযান --- আমার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করা ছাড়া আরকিছুই নয়। দুর্বৃত্ত দলের সদস্য, মাদক ব্যবসায়ী এবং অন্যান্যদের সরানো হচ্ছে।”

অভ্যন্তরীন নিরাপত্তা বিভাগের এক মুখপাত্রী জিলিয়ান ক্রিস্টেনসেন ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে বলেছেন দমন অভিযানের লক্ষ্য ছিল অবৈধ অপরাধীরা। তিনি উল্লেখ করেন যে নিয়মিত ভাবে যে পদক্ষেপ নেওয়া হয় এটা ছিল তারই একটা অংশ।