যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দু’হাজার ঊনষাট জন দোষী অভিবাসীকে গ্রেপ্তার করেছে

যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তারা দেশব্যাপী কিছু এখতিয়ার ভুক্ত এলাকায় পাঁচ দিন অভিযান চালিয়ে দু’হাজার ঊনষাট জন দোষী সাব্যস্থ হয়েছে এমন অপরাধী অভিবাসীকে গ্রেপ্তার করেছে।

রবিবার মার্চ মাসের ১ তারিখ থেকে ক্রস চেক নামে এক ততপরতা শুরু হয় এবং তা শেষ হয় ৫ই মার্চ বৃহষ্পতিবার।

যেসব অভিবাসী বিভিন্ন ধরনের অপরাধে দোষী সাব্যস্থ হয়েছে তাদেরকেই আটক করা হয়। এর মধ্যে রয়েছে ৯৪টি দেশ থেকে আসা অভিবাসী।

দু-হাজার ঊনষাট জনের মধ্যে ১ হাজার জন একাধিক অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে।

গুরুতর অপরাধে অভিযুক্ত ১হাজারের বেশী অভিবাসীকে আটক করা হয়েছে। এতে অন্তর্ভুক্ত খুন, শিশুদের দিয়ে অশ্লীল ছবি তৈরী করা, ডাকাতি, অপহরণ এবং ধ্বর্ষণের অপরাধে অভিযুক্তরা।