যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলের ভারত সফর

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল শুক্রবার নতুন দিল্লীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংগে বৈঠক করেন। তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংগে সামরিক সম্পর্ক জোরদার করা এবং ঐসব দেশ থেকে সামরিক চুক্তি পাওয়ার চেষ্টা করছেন।

পেন্টাগন জানিয়েছে যে দুই নেতা দু’দেশের মধ্যে জোরদার সামরিক সহযোগীতা বজায় রাখার গুরুত্বের বিষয়টি নিয়েই আলোচনা করেন। ঐ আলোচনায়, সহযোগীতা মূলক যৌথ উন্নয়ণ এবং উদ্যাগ সামরিক শিক্ষা এবং উভয়ের মধ্যে প্রশিক্ষণ বিনিময়ের বিষয়গুলো অন্তর্ভূক্ত ছিল।

প্রতিরক্ষামন্ত্রী হেগেল এবং প্রধানমন্ত্রী মোদী ইরাক ও আফগানিস্তানের নিরাপত্তা, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের হুমকি এবং ভারতীয়দের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন।

পেন্টাগণ জানিয়েছে যে এর আগে মিঃ হেগেল ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলীর সংগেও বৈঠক করেন। সারা বিশ্বে ভারত সবচাইতে বেশী অস্ত্র আমদানী করে থাকে। আমেরিকা চাইছে আরো বেশী প্রতিরক্ষা চুক্তি পেতে। ভারতীয় কর্মকর্তারা বলেন ১৪০ কোটি ডলারের চুক্তি যার মধ্যে অন্তত ২২টি হ্যালিকাপ্টার ক্রয় করা হবে, সে বিষয়টি নিয়ে তারা আলাপ আলোচনা করেছেন।

হেগেলের সফর বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশীষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

8-8 India US PGR

অডিও