যুক্তরাষ্ট্রকে কখনও হুমকি না দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প, ইরানের প্রেসিডেন্ট রুহানিকে সতর্ক করে দিয়েছেন

Rouhani Trump

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প টুইটারে এক বার্তায়, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে সতর্ক করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রকে তিনি যেন কখনও হুমকি না দেন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পমপেও ইরানের নেতাদের সমালোচনা করে এক ভাষণ দেওয়ার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প ওই মন্তব্য করেন।

ইরানের প্রেসিডেন্ট রুহানিকে উদ্দেশ্য করে ট্রাম্প রবিবার রাতে লেখেন, “আর কখনোই যুক্তরাষ্ট্রকে হুমকি দেবেন না। আর তা করলে, এমন পরিণতি হবে যা ইতিহাসে খুব অল্প দেশকেই সেরকম দুর্ভোগ পোহাতে হয়েছে’। তিনি আরও লেখেন, “আপনাদের উন্মত্ত সহিংসতা ও মৃত্যুর কথা বরদাস্ত করার দেশ আর আমরা নেই। সাবধান হোন!”

এর আগে সংবাদ মাধ্যমের রিপোর্টে রুহানির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে ইরানী প্রেসিডেন্ট, ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন যে তিনি যেন রুহানির কথায় “সিংহের লেজ নিয়ে খেলা করবেন না। তার পরিণতি হবে দুঃখজনক।”

ওদিকে পমপেও তাঁর ভাষণে ঘোষণা করেন যে, ইরানীরা যাতে সেন্সারশিপ এড়াতে পারেন সে জন্য, ভয়েস অফ আমেরিকার তত্ত্বাবধায়ক সংস্থা ব্রডকাস্টিং বোর্ড অফ গভর্নার্স বিবিজি, ফার্সি ভাষায় ২৪ ঘন্টার অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে।