যুক্তরাষ্ট্র-ইরানঃ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহামেদ জাভেদ জারিফের সঙ্গে একটি বিরল বৈঠক করেছেন। ইরান সরকারের বিতর্কিত পারমাণবিক কর্মসূচী নিয়ে তাঁরা আলোচনা করেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, মিঃ কেরি পারস্পরিক আস্থার সঙ্গে দুই পক্ষের আলোচনার গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়া, গত নভেম্বর মাসে আন্তর্জাতিক বৈঠকে যে জয়েন্ট প্ল্যান অফ অ্যাকশন নেওয়া হয় তা মেনে চলার ব্যাপারে ইরানের প্রতিশ্রুতির কথাও তিনি উল্লেখ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র বর্তমান নিষেধাজ্ঞাগুলো কার্যকর রাখবে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন বলেন, যখন অন্তর্জাতিক সম্প্রদায় আরো বিস্তারিত জানা প্রস্তুতি নিচ্ছে তখন মিঃ কেরি ও মিঃ যারিফ-এর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফেব্রুয়ারীর ১৮ তারিখ ভিয়েনাতে বিশ্বশক্তিবৃন্দ ইরানের সঙ্গে আরো এক দফা আলোচনায় বসার জন্যে তৈরি। এই আলোচনায় লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচীর ব্যাপারে একটি ঐকমত্যে উপনীত হওয়া।