বিচারপতির জন্য মনোনীত ক্যাভেন’র বিষয়ে এফবিআই যে তদন্ত চালাচ্ছে, হোয়াইট হাউস বলেছে তারা তা নিয়ন্ত্রণ করবে না

সুপ্রিম কোর্টের বিচারপতির জন্য মনোনীত বিচারক ব্রেট ক্যাভেন’র বিষয়ে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই যে তদন্ত চালাচ্ছে, হোয়াইট হাউস থেকে বলা হয়েছে তারা তা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করবে না। ওদিকে ডেমোক্রাটরা উদ্বেগ প্রকাশ করেছে যে তদন্তের পরিধি সীমিত হবে।

হোয়াইট হাউস এর মুখপাত্রী সেরাহ হাকাবি স্যান্ডার্স রবিবার Fox News টেলিভিশনকে বলেছেন “হোয়াইট হাউস এর আইনজীবী, সেনেটকে, তদন্তের পরিধি বিষয়ে শর্ত নির্ধারণ করতে দিয়েছেন। এর একদিন আগে সেনেটের বিচার বিভাগীয় কমিটিতে ড. ক্রিস্টিন ব্লাসি ফোর্ড, বিচারক ব্রেট ক্যাভেন’র বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ করেন ও সাক্ষ্য দেন।

ক্যাভেন এবং ফোর্ড দুজনই গত বৃহস্পতিবার সেনেটের বিচার বিভাগীয় কমিটিতে পৃথক ভাবে সাক্ষ্য দেন।

ড. ফোর্ড কমিটিকে বলেন তিনি শত শতাংশ নিশ্চিত যে ১৯৮২ সালে ক্যাভেন তাঁর উপর যৌন নিপীড়ন করেন যখন তারা দুজনই হাই স্কুলে পড়তেন। বিচারক ক্যাভেন ওই অভিযোগ ক্ষুব্ধ ভাবে অস্বীকার করেন।

কমিটির অনুরোধে, ট্রাম্প শুক্রবার, ক্যাভেন’র বিষয়ে নতুন তদন্তের নির্দেশ দেন।