যুক্তরাষ্ট্র নৌ সদস্যের ইরানে আটকাবস্থার নতুন বিবরণ নির্ভরযোগ্য বলছে সূত্র

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের সৌজন্যে পাওয়া ফাইল ছবিতে মাইকেল হোয়াইট আমেরিকান পতাকা সহ যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুকের সঙ্গে জুরিখ বিমানবন্দরে দাঁড়িয়ে জুন ৪, ২০২১/যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর/এপি.

আমেরিকান নৌবাহিনীর এক সদস্য মাইকেল হোয়াইট, ইরান যাঁকে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময়ের অংশ হিসাবে মুক্তি দিয়েছিলো তিনি নতুন কিছু তথ্য দিয়েছেনI তিনি জানান ইরানে ২০মাস আটকাবস্থায় ইরানি রক্ষীদের হাতে কথিত শারিরীক নির্যাতনের শিকার হয়েছিলেনI

৮ই জুলাই ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে ধারণকৃত ১ ঘন্টা ৪৫ মিনিটের বিস্তারিত কথোপকথন মাইকেল হোয়াইট ভয়েস অব আমেরিকার ফারসি সার্ভিসের সঙ্গে শেয়ার করেনI পরবর্তীতে VOA সেই সাক্ষাৎকার ফারসি ভাষায় তর্জমা করে এবং ১৭ই অগাস্ট প্রকাশ করেI

২০২০ সালের জুন মাসে যুক্তরাষ্ট্র-ইরান বন্দি বিনিময়ের আওতায় মুক্তিলাভের পর, এটি ছিল সামাজিক মাধ্যমে দেয়া তাঁর দ্বিতীয় প্রকাশিত সাক্ষাৎকারI VOA কে দেয়া তাঁর আটকাবস্থা ও ইরানে কথিত দুর্ব্যবহারের বিবরণ, জানুয়ারী মাসে মুক্তির পর এসোসিয়েটেড প্রেসকে দেয়া সাক্ষাৎকারের চাইতে আরো বেশি তথ্যবহুল।

ভয়েস অব আমেরিকা স্বতন্ত্রভাবে হোয়াইটের আটকাবস্থার পুরো বিবরণ সত্যায়ন করতে পারে নি, কারণ ইরানের অভ্যন্তর থেকে বিবরণ পাঠাতে তাদের ওপর নিষেধাজ্ঞা ছিলI

অগাস্ট মাসে হোয়াইটের সাক্ষাৎকার প্রকাশের পর VOA আরো জেনেছে যে, তাঁর দেয়া তথ্যের প্রথম অংশে তিনি বিভ্রান্তিকর কিছু তথ্য দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে ইরানি বান্ধবীকে বিয়ে করতে গত দশকে তিনি তিনবার ইরান সফর করেনI ২০১৮ সালের জুলাই মাসে তিনি উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহর সফর করেনI ইরান সরকার তখন তাকে গ্রেফতার ও এবং কথিত জাতীয় নিরাপত্তা নীতি ভঙ্গের দায়ে ১০ বছরের কারাদণ্ড দেয়I তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও তাঁর সমর্থকেরা যাঁকে মিথ্যা অভিযোগ বলে বাতিল করে দেয়I

তাঁর বিরুদ্ধে কথিত অভিযোগের মধ্যে রয়েছে গুপ্তচর বৃত্তি, গোপনীয়তা আইন ভঙ্গ করা এবং ইরানের ধর্মীয় নেতাকে অপমান করা I