ট্রাম্প ফিলিপিন্সের প্রেসিডেন্টকে আমেরিকায় আসবার আম আমন্ত্রণ জানিয়েছেন

Philippines Southeast Asian Summit

উত্তর করিয়া আঞ্চলিক নিরাপত্তার প্রতি যে হুমকি সৃষ্টি করছে সেই বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ফিলিপন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তেকে ওয়াশিংটনে আসবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

শনিবার দুই প্রেসিডেন্ট টেলিফোনে আলাপ করার পর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, “বন্ধুত্বপূর্ণ সংলাপে, আঞ্চলিক নিরাপত্তা যার মধ্যে অন্তর্ভুক্ত, উত্তর করিয়ার হুমকি, সে বিষয়ে, দক্ষিণপূর্ব এশীয় রাষ্ট্র সংস্থা আসিয়ানের যে সব উদ্বেগ রয়েছে তা নিয়ে দুই নেতা আলোচনা করেন।”

উত্তর কোরিয়া শনিবার সকালে, রাজধানী পিয়ংইয়ং এর উত্তরে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

ওয়াশিংটন ও সোল উভয়ই বলেছে পরীক্ষা সফল হয়নি। কিন্তু আন্তর্জাতিক মহল পিয়ংইয়ং এর তীব্র সমালোচনা করেছে।