রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীর মন্তব্য নিয়ে বিতর্ক

Flags flutter outside the Houses of Parliament, after Prime Minister Theresa May's Brexit deal was rejected, in London, Britain.

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্প রবিবার বিতর্কে পড়ে যান যখন তিনি ইরাকে যুদ্ধে নিহত এক মুলমান আমেরিকান সৈনিকের মৃত্যুর সঙ্গে, তিনি যে হাজার হাজার কর্মসংস্থান করেছেন, সেটাকে আত্মত্যাগ হিসেবে তার তুলনা করেন।

সেনাবাহিনীর ক্যাপ্টেন হুমাউন খানের পিতা খিজির খান সিএনএন টেলিভিশনকে বলেছেন ট্রাম্প দেশে নেতৃত্ব দেওযার যোগ্য নন।

পাকিস্তানী অভিবাসী খান ডেমোক্রাটিক দলের জাতীয় সম্মেলনে এক আবেগময় ভাষণ দেন।