যুক্তরাষ্ট্র শরনার্থী প্রবেশাধিকার পরিকল্পনা করছে

মধ্য আমেরিকানদের প্রতি আরো সহায়তা দেয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র শরনার্থী প্রবেশাধিকার পরিকল্পনা ঘোষণা করেছে।

পররাষ্ট্রমন্ত্রী জন কেরী বুধবার এক ঘোষণায় এল সালভাদর, গুয়াতেমালা এবং হন্ডুরাসের নাগরিকদের জন্যে যুক্তরাষ্ট্রে বৈধভাবে আসার সুযোগের কথা বলেন। ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সটিতে এক বক্তৃতায় জন কেরী বলেন এইসব দেশের অনেক মানুষ পাচারকারী ও দালালদের খপ্পড়ে পড়ে বিপদজনক পথে যুক্তরাষ্ট্র আসার চেষ্টা করে এবং বিপদে পড়ে।

তিনি বলেন শরনার্থী সমস্যা শুধু যে সিরিয়ার বা মধ্যপ্রাচ্যের সমস্যা কিংবা ইউরোপ বা আফ্রিকার সমস্যা তা নয়, এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। তিনি বলেন যুক্তরাষ্ট্র জাতিসংঘ ও বেসরকারী সেবা প্রতিষ্ঠানের সঙ্গে একত্রে এ সমস্যা সমাধানে যারা সত্যিকারভাবেই শরনার্থী তাদের সাহায্যর চেষ্টা করবে।