পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পারস্পরিক সহযোগিতার আহ্বান জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বৃহস্পতিবার সন্ত্রাস মোকাবেলায় আহ্বান জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন।

জন কেরি টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক প্রটোকল এসিষ্টেন্ট জুলহাজ সমকামী অধিকার কর্মী ছিলেন। তার বন্ধু তনয় ছিলেন নাট্য কর্মী।

যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এই হত্যার তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছে।