যুক্তরাষ্ট্র সেনেটের গোয়েন্দা কমিটিতে শুনানী, রাজনৈতিক পরিস্থিতি: ড: জিল্লুর রহমান খানের মূল্যায়ন

Senate Intelligence Committee Chairman. Sen. Richard Burr, R-N.C., right, joined by Vice Chairman Sen. Mark Warner, D-Va., left, speaks at the Senate Intelligence Committee hearing on Capitol Hill in Washington, March 30, 2017.

আজ যুক্তরাষ্ট্র সেনেটের intelligence বা গোয়েন্দা কমিটিতে শুনানী অনুষ্ঠিত হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ এবং প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মহলের সঙ্গে তাদের কোন সংশ্লিষ্টতার বিষয়ে এই শুনানী।

রাজনৈতিক বিশ্লষক ড: জিল্লুর রহমান খান, উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের রোজবুশ প্রফেসর এমেরিটাস। তিনি বর্তমানে ফ্লোরিডায় রলিন্স কলেজে অ্যাডজাংক্ট প্রফেসর।

আজকের গোল টেবিল বৈঠকে যোগ দিচ্ছেন ড: জিল্লুর রহমান খান।

সেনেটের শুনানী এবং অন্যান্য রাজনৈতিক বিষয়ে স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলছেন শাগুফতা নাসরিন কুইন।

Your browser doesn’t support HTML5

ড: জিল্লুর রহমান খানের সঙ্গে গোল টেবিল বৈঠক