মার্কিন সরকারি কাজকর্ম বন্ধের ফলে আমেরিকায় ভারতীয় রফতানি ক্ষতিগ্রস্ত হতে পারে

মার্কিন কংগ্রেসের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধের পরিণামে আমেরিকায় তো সরকারি কাজকর্মে বিপুল প্রভাব পড়েছে - বন্ধ স্বাভাবিক কাজকর্ম। দিল্লি আর কলকাতায় মার্কিন দূতাবাসের অফিসগুলিতে কিন্তু কনস্যুলার পরিষেবা অপরিবর্তিত থাকবে বলেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যাঁদের ভিসা সংক্রান্ত ইন্টারভিউ-এর তারিখ পড়েছে এর মধ্যে, তাঁরা যথারীতি আসবেন, এমনই ভরসা মিলেছে। কিন্তু আমেরিকান সেন্টার আর লাইব্রেরি বন্ধ থাকছে বলেই জানা গিয়েছে।

ভারতীয় শেয়ার বাজারের ওপর এর কোনও প্রভাব পড়ে নি সোমবার। কিন্তু দীর্ঘ দিন যদি এ জিনিষ চলতে থাকে, আমেরিকায় ভারতীয় রফতানি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিশেষজ্ঞদের মতামত। বিশেষত ভারতীয় ইঞ্জিনীয়ারিং শিল্পের সবচেয়ে বড় খরিদ্দার আমেরিকা। কাজেই অসুবিধেয় পড়তে পারে রফতানি। শেষ এ ধরণের বিরোধে মার্কিন সরকারি কাজকর্ম বন্ধ হয়েছিল প্রেসিডেন্ট ওবামার আমলে, ২০১৩ সালের সেপ্টেম্বরে।