কিংবদন্তি গল্ফ খেলোয়াড় টাইগার উডস ক্যালির্ফোনিয়ার লস অ্যাঞ্জেলেসে এক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট এক টুইট বার্তায় এ খবর জানায়।
গল্ফে ১৫ বারের চ্যাম্পিয়ন টাইগার উডসকে দমকলকর্মী এবং প্যারামেডিকসরা দূর্ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।৪৫ বছর বয়সী এই গল্ফ খেলোয়াড়ের অস্ত্রপচার চলছে।