সিরিয়া সংঘাতের ইতি টানতে আন্তর্জাতিক রোডম্যাপের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র: রেক্স টিলারসন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন জি ৭ বৈঠকের জন্য ইটালীতে রয়েছেন। এরপর তিনি রাশিয়া যাবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী টিলারসন রবিবার বলেন, সিরিয়া সংঘাতের ইতি টানতে যুক্তরাষ্ট্র ২০১২ সালে জেনেভায় হওয়ায় আন্তর্জাতিক রোডম্যাপের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সিরিয়ায় সাত বছর ধরে গৃহযুদ্ধ চলছে। যখন ঐ আন্তর্জাতিক রোডম্যাপটি তৈরী করা হচ্ছিল, তখন এক বছরের খানিকটা বেশী সময় ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছিল এবং এরপর তা বড় ধরনের মানবিক বিপর্যয়ে পরিনত হয়েছে। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন থেকে বিস্তারিত জানাচ্ছেন রোকেয়া হায়দার ও সাহাদাত হোসেন সবুজ।

Your browser doesn’t support HTML5

সিরিয়া সংঘাতের ইতি টানতে আন্তর্জাতিক রোডম্যাপের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র: রেক্স টিলারসন