২০১৫ সালে বাংলাদেশে জঙ্গীবাদী ও সন্ত্রাসী ঘটনা বেড়েছে

সন্ত্রাস বিষয়ক, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয়ের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, গত বছর বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলা কমেছে গড়ে ১৩ শতাংশ। রিপোর্ট ইসলামিক ষ্টেটকে সবচেয়ে শক্তিশালী জঙ্গীবাদী হুমকী উল্লেখ করা হয়। সন্ত্রাস ও জঙ্গীবাদ নিরসনে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করা হলেও রিপোর্টে বলা হয় ২০১৪ অপেক্ষা ২০১৫ সালে দেশটিতে জঙ্গীবাদী ও সন্ত্রাসী ঘটনা বেড়েছে। বিষয়টি নিয়ে কথা বলেন বাংলাদেশের ইনস্টিটিউট অব কনফ্লিক্ট ল এ্যান্ড ডেভলপমেন্ট ষ্টাডিজের ভাইস প্রেসিডেন্ট, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুর রশিদ। ওয়াশিংটন ষ্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেন সেলিম হোসেন।

Your browser doesn’t support HTML5

২০১৫ সালে বাংলাদেশে জঙ্গীবাদী ও সন্ত্রাসী ঘটনা বেড়েছে