যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে মানবিক সহায়তা বাবদ ১৪কোটি ৪০ লক্ষ ডলার দেবে

জাতিসংঘ শরণার্থী সংস্থার একজন কর্মী কাবুলের উপকণ্ঠে সাহায্য বিতরণ কেন্দ্রে সাহায্য সামগ্রী বহন করছেন, ২৮শে অক্টোবর, ২০২১/ছবি জোহরা বেনসেমরা/রয়টার্স

যুক্তরাষ্ট্র সরকার বৃহস্পতিবার জানিয়েছে যে আফগানিস্তানে তারা নতুন সহায়তা বাবদ প্রায় ১৪ কোটি ৪০ লক্ষ ডলার প্রদান করবে যেখানে সহায়তা শীঘ্রই না পৌঁছালে এই শীতের মওসুমে লক্ষ লক্ষ জনগণ চরম ক্ষুধার মুখে পড়বেনI

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র এমিলি হর্ন এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের এই সহায়তা স্বতন্ত্র সংস্থার মাধ্যমে সরাসরি ১ কোটি ৮৪ লক্ষ পার্শ্ববর্তী দেশের শরণার্থীসহ ঝুঁকিপূর্ণ জনগণের কাছে দেয়া হবেI

হর্ন বলেন "আমাদের অংশীদাররা বর্ধিত মানবিক চাহিদা মেটাতে জীবনরক্ষাকারী সুরক্ষা, আশ্রয়, জীবিকা নির্বাহের নিমিত্ত সহায়তা, অত্যাবশ্যকীয় স্বাস্থ্য পরিষেবা, শীতকালীন সহায়তা, জরুরি খাদ্য সহায়তা, পানীয়,পয়োনিষ্কাশন এবং স্বাস্থ্য-সম্মত পরিষেবা প্রদান করছেন, যে পরিষেবা খাদ্য সেবার ঘাটতি, দুর্ভিক্ষ,অপুষ্টি এবং আসন্ন শীতের কারণে ব্যাহত হচ্ছে"I

তিনি জানান এই অতিরিক্ত অর্থায়নের ফলে আফগানিস্তানে ও এই অঞ্চলে আফগান শরণার্থীদের সহায়তা বাবদ যুক্তরাষ্ট্রের মোট মানবিক সহায়তার পরিমান গিয়ে দাঁড়াবে ২০২১ সালে প্রায় ৪৭ কোটি ৪০ লক্ষ ডলার, যা যে কোনো একটি দেশের সহায়তা বাবদ সর্বোচ্চ অর্থায়নI

জাতিসংঘ জানায় ৪ দশকের মারণাত্মক সংঘাত এবং উপর্যুপরি প্রাকৃতিক দুর্যোগ আফগানিস্তানে দীর্ঘকালীন খাদ্য সঙ্কটের সৃষ্টি করেছেI

জাতিসংঘ সংস্থাগুলি এ সপ্তাহের প্রথম দিকে হুশিয়ার করে দিয়েছে যে, মানবিক চাহিদা সেখানে বেড়েছে অভাবনীয় হারে এবং সংঘাতপীড়িত দেশটির আনুমানিক ৪ কোটি জনগণের অর্ধেকেরও বেশি, রেকর্ড সংখ্যক ২ কোটি ২৮ লক্ষ জনগণ নভেম্বর থেকে চরম খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগবেনI