পদক তালিকার শীর্ষে এখন যুক্তরাষ্ট্র

মাইকেল ফেল্পস এবং রায়ান লকটের মধ্যে তুমূল প্রতিদ্বন্দ্বিতা

লণ্ডন অলিম্পিকের আজ ৬ষ্ঠ দিনের প্রতিযোগিতায় অসাধারণ ফলাফল করলেন আমেরিকার দুই তুখোড় সাঁতারু মাইকেল আর লকটে।
আজ সাঁতারে আমেরিকার মাইকেল ফেল্পস আর রায়ান লকটের সেয়ানে সেয়ানে পাল্লা ছিল। ফেল্পস শুরু থেকেই আশা করেছিলেন যে, ২শো মিটার ইন্ডিভিজুয়াল মেডলীতে পদক জিতে তার মোট পদকের সংখ্যা কুড়িতে এগিয়ে নিয়ে যাবেন, গড়বেন অলিম্পিকের এক দুঃসাধ্য রেকর্ড। অবশেষে তাই হলো। আর যুক্তরাষ্ট্রের জন্য বাড়তি পাওয়া, মাইকেলের সঙ্গে দুরন্ত গতিতে সাঁতরিয়ে রৌপ্য পদকটি জিতেছে রায়ান লকটে।
বৃহষ্পতিবার মহিলাদের জিমন্যাস্টিক্সেও ছিল উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা। মহিলাদের অল রাউণ্ডে একদিকে আমেরিকার গ্যাবি ডগলাস ও আলেকজান্দ্রা রেসমান অপর দিকে রাশিয়ার আলিয়া মুস্তাফিনা ও ভিক্টোরিয়া কমোভা পাল্লা দিল। সোনার পদকটি জিতে চ্যাম্পিয়ান হলো গ্যাবি ডগলাস।
নৌকাবাইচে বিভিন্ন পর্বে স্বর্ণপদক জিতেছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যাণ্ড ও যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত পদক জয়ের তালিকায় মোট ৩৭টি পদক জিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র আর ৩৪টি পদক নিয়ে চীন দ্বিতীয়

Your browser doesn’t support HTML5

World Olympic News