নিউইয়র্কে করোনা ভাইরাসের চিকিৎসায় পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে ম্যালেরিয়ার ভ্যাকসিন

ফ্রান্সের ল্যাবে উৎসাহব্যঞ্জক ফলাফল পাবার পর অ্যান্টিবায়োটিক সম্বলিত হাইড্রোকিস ক্লোরোকুইনের ব্যবহার শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

নিউইয়র্কের গভর্নর এন্ড্রু এন্ড্রু কুমো জানান, অত্যন্ত সংকটাপন্ন রোগীদের চিকিৎসার ক্ষেত্রে এর ব্যবহার শুরু হবে।

নিউইয়র্কের গভর্নর বলেন, হাসপাতাল ও চিকিৎসকদের কাছে প্রথমে এগুলো দেওয়া হবে, প্রয়োগ শুরু হবে এবং তারপর ফলাফল বিচার করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই ডোজটির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।