যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি চুক্তি স্বাক্ষরিত

যুক্তরাষ্ট্র এবং মিত্রশক্তিবর্গ মিলে চুক্তি সই করলো তালেবানদের সঙ্গে। এ চুক্তি মোতাবেক যুক্তরাষ্ট্র এবং নেটো জোটের সকল সৈন্য আফগানিস্তান হতে ১৪ মাসের ভেতর প্রত্যাহার করে নেবে বলে স্থির হয়েছে।

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি চুক্তি স্বাক্ষরিত

আজ শনিবাার কাতারের দোহায় এ চুক্তি স্বাক্ষরিত হলো এবং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেয়ো এবং তালেবান নেতৃবর্গ উপস্থিত ছিলেন। এখন আফগান সরকার এবং তালেবানদের মধ্যে আলোচনা শুরুর পথ প্রশস্ত হলো। দোহায় স্বাক্ষরিত এ চুক্তি মোতাবেক তালেবানরা এই মতো সম্মত হয়েছে যে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোয় তারা আল কায়েদা বা অন্য কোন সন্ত্রাসী গ্রূপকে কোনরকম তৎপরতা চালাতে দেবে না।

দু’হাজার এক সালের সেপ্টেম্বরে আফগানিস্তান ভিত্তিক আল কায়েদা গ্রূপের হামলা তৎপরতার কয়েক সপ্তাহ পরই যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অভিযান চালায়।

এখন পর্যন্ত আফগানিস্তান সংঘাতে যুক্তরাষ্ট্রের ২৪০০ সৈন্য প্রাণ হারিয়েছে এবং এখনো সেখানে যুক্তরাষ্ট্রের ১২ হাজার সৈন্য মোতায়েন রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প অঙ্গীকার করেছেন যে আফগানিস্তান সংঘাত খতম তিনি করবেন।