আফগানিস্তানের সরকার ও তালেবানের মধ্যে প্রত্যক্ষ সংলাপের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি

আফগানিস্তানে সমঝোতা কায়েম বিষয়ের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি যালমে খালিলযাদ তালেবান ও কাবুল প্রশাসনের মধ্যে প্রত্যক্ষ সংলাপের জন্যে বলছেন। দেশটির ১৭ বছরস্থায়ী সংঘাতের অবসানকল্পে প্রণীত খসড়া প্রস্তাবে তিনি এ আহ্বান জানিয়েছেন।

যালমে খলিলযাদ গতকাল সোমবার বলেন, আফগানিস্তানের ঐ আলোচনাকে যুক্তরাষ্ট্র আন্ত:আফগান সংলাপ রুপে দেখতে চায়। এটাই আমাদের নীতিভঙ্গি– বলেন খালিলযাদ।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গানীও চান বিদ্রোহী ঐ গোষ্ঠী যেন আফগান সরকারের সঙ্গেই গুরুত্ব সহকারে আলোচনায় বসে। গাণি বহুবার তালেবানদের প্রতি যে কোন স্থানে– যে কোন সময়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন, আহ্বান জানিয়েছেন- কোন রকম পূর্বশর্ত ছাড়াই। কিন্তু তালেবানরা সে আহ্বানে সাড়া দেয়নি- প্রত্যাখ্যান করেছে। তালেবান ও যুক্তরাষ্ট্র কূটনীতিকদের মধ্যে সংলাপ শুরু হয় গ্রীস্মে– দোহায়।