বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ত্রাসমুক্ত দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ভয়ভীতি ও ত্রাসমুক্ত দেখতে চায় যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার ঢাকায় বিএনপি'র নেতাদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়ে রাষ্ট্রদূত মিলার বলেন, নির্বাচনে সহিংসতার বিষয়ে যেসব রিপোর্ট দেখছি, তাতে আমরা উদ্বিগ্ন। তিনি বলেন, বাংলাদেশে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে যে সকল সহিংসতার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে তার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, নির্বাচনে সকল প্রার্থী যাতে সমানভাবে প্রচারণা চালানোর সুযোগ পান সেটাই যুক্তরাষ্ট্র চায়।

এদিক, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী কার্যক্রমে উপর্যুপরি বাধাদান, হামলা-মামলার মাধ্যমে হয়রানি, ভীতিপ্রদর্শনসহ বিভিন্নভাবে নির্বাচনী আচরণবিধির ব্যাপক লঙ্ঘনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের দৃশ্যমান নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।