যুক্তরাষ্ট্র থেকে প্রাকৃতিক গ্যাস যাচ্ছে ভারতে

সেই ১৯৭৫ সাল থেকে আমেরিকা ভারতে তেল-গ্যাস পাঠানোর যে নিষেধাজ্ঞা জারি করেছিল, ২০১৫ সালে প্রেসিডেন্ট ওবামার আমলে তা প্রত্যাহৃত হয়েছিল। দুই দেশের মধ্যে জ্বালানি বিষয়ে ঘনিষ্ঠতার নিদর্শন হিসেবে মাস কয়েক আগে আমেরিকা থেকে এক জাহাজ অশোধিত তেল গিয়েছিল ভারতে। এবার যাচ্ছে প্রাকৃতিক গ্যাস। আমেরিকার লুইসিয়ানা থেকে ট্যাংকার ভর্তি গ্যাস জাহাজে তোলা হয়েছে। রাষ্ট্রায়ত্ব গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া (গেইল) জানিয়েছে, এই গ্যাস আমদানির জন্য আমেরিকার সঙ্গে তারা ২০ বছরের চুক্তি করেছে। আর ঐ গ্যাস মহারাষ্ট্রের দাভোল বন্দরে নামানো হবে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।