যুক্তরাষ্ট্র এইচ১বি ভিসা সহজ করেছে

ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মীরা কাজে দক্ষ, যুক্তরাষ্ট্রের কর্মীদের চেয়ে তাদের বেতন কম। তাই যুক্তরাষ্ট্রে তথ্য প্রযুক্তি শিল্পে ভারতীয়দের খুব কদর। কিন্তু প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মতে, বিদেশীরাতো আমেরিকানদের কাজ কেড়ে নিচ্ছে। তাই তিনি ক্ষমতায় আসার পরেই এইচ১বি ভিসা দেওয়ায় কড়াকড়ি শুরু হয়। প্রতিবাদ জানায় ভারত।

বাড়তি টাকা দিলে ১৫ দিনেই জরুরী ভাবে ভিসা মিলত। যুক্তরাষ্ট্রের যে সংস্থারা ভারতীয়দের চাইত, অসন্তোষ ছিল তাদেরও। শেষ পর্যন্ত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সরকার নতুন বিধিতে বললো, আগের মতই মিলবে এইচ১বি ভিসা। উল্লেখ্য, এ ধরণের ভিসার ৭০ শতাংশই পেয়ে এসেছে ভারতীয়রা।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।