ইউএসএআইডি’র বাংলাদেশ মিশন প্রধান Janina Jaruzelski বলেন, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি- উন্নয়নের মাধ্যমে এমন প্রবাদকে ভুল প্রমান করেছে দেশটি। সব খাতেই উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে বাংলাদেশের। এবং বাংলাদেশের পরিশ্রমী মানুষই দেশটির মুল আশা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত এক আলোচনায় এসব কথা বলেন তিনি। সেখানে ছিলেন তাওহীদুল ইসলাম।
Your browser doesn’t support HTML5
বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি- প্রবাদকে ভুল প্রমান করেছে দেশটি-ইউএসএআইডি’র বাংলাদেশ মিশন প্রধান
csis