উত্তরাখণ্ড রাজ্যে রাষ্ট্রপতির শাসন বাতিল

The Naini Lake lies in the midst of tall mountains in Nainital in India's northern Uttarakhand state. (VOA/A. Pasricha)

উত্তরাখণ্ড রাজ্যে কয়েক দিন আগেই যে রাষ্ট্রপতির শাসন জারি করেছিল কেন্দ্র, তাকে বৃহস্পতিবার বাতিল করে দিল উত্তরাখণ্ড হাইকোর্ট। আরও আদেশ, ফের ক্ষমতায় ফিরে আসা এখানকার হরিশ রাওয়াত সরকারের সংখ্যাগরিষ্ঠতা যাচাইয়ের জন্য রাজ্য বিধানসভায় শক্তি পরীক্ষা হবে ২৯ এপ্রিল।

সন্দেহ নেই, হাইকোর্টের এই নির্দেশ কেন্দ্রীয় সরকারকে অপদস্থ করে ফেলল। তবে শুক্রবারই এই রায়ের বিরুদ্ধে শুপ্রিম কোর্টে যেতে চলেছে নরেন্দ্র মোদি সরকার।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট উত্তরাখণ্ড