অাসছে ম্যালেরিয়া প্রতিরোধের ভ্যাক্সিন

ম্যালেরিয়ার সম্ভাব্য নতুন এক ভ্যাক্সিনের প্রতি সবুজ সংকেত দিয়েছেন ইউরোপের নিয়ন্ত্রকেরা, যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর ছাড়পত্র প্রদান ও মূল্যায়নের পথ সুগম হয়।

ইউরোপীয়ন মেডিসিন এজেন্সী শুক্রবার বলেছে মসকুইরিক্স বা RTS,S নামের ঐ ভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে মিশ্র ফলাফল দেখা গেলও এর লাইসেন্স বাচ্চাদের ভ্যাক্সিন হিসাবে দেয়া হবে।

PATH Malaria Vaccine Initiative এর সঙ্গে যৌথভাবে আবিস্কৃত ও Bill and Melinda Gates Foundation এর সহায়তায়, গ্লাক্সোস্মিথক্লাইন কোম্পানীর ওই ভ্যাক্সিনটিই হতে পারে ম্যালেরিয়া প্রতিরোধে প্রথম ভ্যাক্সিন।

মশাবাহিত রোগ যাতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে বছরে ৫ লক্ষ ৮৪ হাজার মানুষ মারা যায়, সেটি প্রতিরোধ করাই মূলত এই ভ্যাক্সিনের মূল লক্ষ্য। জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ম্যালেরিয়ায় আক্রান্তদের ৭৫ শতাংশই হচ্ছে শিশু এবং তাদের অধিকাংশই আফ্রিকায়।