ব্লগার ভাস্কর আবেদীনের সাক্ষাতকার

ভাস্কর আবেদীন ব্লগ লেখা শুরু করেন ২০০৬ সাল থেকে। বাংলাদেশে যারা নিজেদের মতামত প্রকাশ ও মত বিনিময়ের জন্য পত্রপত্রিকার বাইরে, ভিন্নভাবে তাদের লেখা শুরু করেন তিনি সেই প্রথমসারির একজন। আমাদের সঙ্গে সাক্ষাতকারে তিনি, ব্লগ লেখার শুরু থেকে বর্তমানে নিজস্ব মত প্রকাশের বিরুদ্ধে যে হিংসাত্মক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এ বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, যারা এই হত্যাকারীদের উস্কানি দিচ্ছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি নয়, জনগণকে সচেতন করে তুলতে হবে, একটি দৃষ্টান্তমূলক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে।

আমাদের স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেছেন রোকেয়া হায়দার।

Your browser doesn’t support HTML5

সাক্ষাতকার