ভেনিজুয়েলার বিদ্রোহী গুয়াইদো বিনা বাধায় দেশে ফিরেছেন

ভেনিজুয়েলার বিদ্রোহী নেতা এবং অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোয়ান গুয়াইদো সোমবার দেশে ফিরে গিয়েছেন। সোমবার কারাকাস বিমান বন্দরে যখন তিনি পৌঁছান তখন তার সমর্থকরা সমবেত হয়। গুয়াইদো এক টুইট বার্তায় তার সমর্থকদের জানান, “তিনি দেশের ইমিগ্রেশন পার হয়ে দেশের মাটি তার প্রিয় জন্মভূমিতে এসেছেন।"

ল্যাটিন আমেরিকার মিত্র দেশগুলোর সংগে সাক্ষাত শেষ করে গুয়াইদো দেশে ফেরার আগেই তার সমর্থকদের আহ্বান জানান ভেনিজুয়েলার জনগণ যেন শহরে এসে জোড় হয়ে তার প্রতি সমর্থন জানান। তিনি টুইটে লিখেন, "আমরা আজ বেলা ১১টার আবারো রাজপথে নামব।" রবিবার একুয়াডোরের Salinas শহর ত্যাগ করেন।

গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ ঐ অঞ্চলের বোগটা ও কলম্বিয়ার নেতাদের সংগে সাক্ষাত করেন এবং পরে তিনি ব্রাজিল এবং প্যারাগুয়ে যান।