ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচন হচ্ছে

Venezuela

ভেনেজুয়েলায় ভোট কেন্দ্রগুলো খুলেছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সেখানে বিতর্কিত এক নির্বাচনের ব্যবস্থা করেছেন।

সাংবিধানিক পরিষদের জন্য ভোটাররা ভোট দিচ্ছেন। নির্বাচিত সাংবিধানিক পরিষদের ৫৪৫ জন সদস্য দেশের সংবিধান পুনরায় প্রণয়ন করার দায়িত্ব নেবেন।

সমালোচকরা বলেছেন যে মাদুরোর সমর্থকরাই শুধু নির্বাচনে প্রার্থী হয়েছেন। মাদুরোকে অনির্দিষ্ট কালের জন্য ক্ষমতায় রাখার লক্ষ্যে তারা সংবিধান রচনা করবেন।

রাজনৈতিক বিরোধীরা নির্বাচন বয়কটের আহবান জানাচ্ছেন। কিন্তু তাহলে প্রেসিডেন্টের সমর্থকরাই শুধু ভোট দেবে। বিরোধীরা বলছে ভোটগ্রহণ প্রতারণাপূর্ণ এবং তারা বিক্ষোভের ডাক দিয়েছে।