ভেনেজুয়েলার নির্বাচনী বোর্ড বলেছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ৬ বছরের দ্বিতীয় মেয়াদের জন্য পুনরায় নির্বাচিত হয়েছেন।
বিরোধীরা রবিবারের নির্বাচন বয়কট করে এবং আন্তর্জাতিক সমাজও নির্বাচনের সমালোচনা করে। বিরোধীরা বলছে ৬ বছর মেয়াদের এই নির্বাচন এক সৈরশাসকের অভিষেকের শামিল।
৫৫ বছর বয়স্ক মাদুরো একজন সাবেক বাস ড্রাইভার। তিনি জয়লাভ করবেন বলে অনুমান করা হয়েছিল যদিও খাদ্যের ঘাটতির জন্য সে দেশে গভীর সঙ্কট দেখা দিয়েছে। ভেনেজুয়েলায় তেল উৎপাদন প্রচন্ড ভাবে কমে গেছে এবং মুদ্রাস্ফিতি বেড়ে গেছে।
মাদুরোর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক স্টেট গভর্নর হেনরি ফ্যালকান। কিন্তু তার জয়লাভের সম্ভাবনা কমে যায় দ্বিতীয় মাদুরো বিরোধী প্রার্থী হাভিয়ের বেরটুচির কারণে।