একুশে আগস্ট গ্রেনেড হামলার রায় প্রকাশ

রাজধানী ঢাকায় ১৪ বছর আগে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় তদানীন্তন বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালতে। বুধবার আদালতের দেয়া ওই রায়ে একই মামলায় খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মামলার মোট ৪৯ আসামীর মধ্যে বাকি ১১ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেয়া হয়েছে। মামলার মোট আসামীর মধ্যে তারেক রাহমানসহ ১৮ জন পলাতক রয়েছেন।

২০০৪ সালের ২১ শে আগস্টের ওই হামলায় ২৪ জন নিহত এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকশ লোক আহত হয়েছিলেন। বিএনপি তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় রায় প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ এই রায়ের পক্ষে অনুকুল প্রতিক্রিয়া জানিয়েছে। আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন তাঁরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। সরকার পক্ষও বলেছে তারা তারেক রহমানসহ কয়েকজনের মৃত্যুদণ্ড চেয়ে উচ্চ আদালতে আপিল করবে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের বিস্তারিত প্রতিবেদন শুনুন