ভিওএ ৬০ ১লা মার্চ ২০১৬

Your browser doesn’t support HTML5

সুপার টুইসডে আজ। ডেমোক্রটিক দলের ৮৬৫ ডেলিগেট আর রিপাবলিকান দলের ৫৯৫ ডেলিগেট নির্বাচিত হচ্ছে ১২টি রাজ্যের প্রাইমারী নির্বাচনে। পলিটিকোর মতে আজকের ফলাফলের ওপর দুই দলের প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনের প্রতিযোগিতা বেশ খানিকটা এগিয়ে যাবে। নিউইয়র্ক টাইমস বলছে হিলারী ক্লিনটনের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় টিকে থাকতে হলে বার্নি স্যান্ডার্সকে বড় ব্যাবধানে বেশ কিছু রাজ্যে আজ জিততে হবে। এর মধ্যে ম্যাসাচুসেটস, কলোরাডো এবং২ মিনেসোটার ফলাফল বেশী গুরুত্বপূর্ন। রয়টার্সর মতে ফ্লোরিডা সেনেটর মার্কো রুবিও টেক্সাসে ভালৌ্য সমর্থন পেয়েছেন।