ভয়েস অফ এ্যামেরিকার বাংলাদেশ সংবাদদাতাদের রিপোর্ট
বাংলাদেশে কথিত বন্দুকযুদ্ধে আরেকটি বিচার বহির্ভূত হত্যাকান্ডের ঘটনা ঘটার অভিযোগ উঠেছে-জানাচ্ছেন ঢাকা থেকে জহূরুল আলম।
Your browser doesn’t support HTML5
za
আগাম জামিন দেওয়া নিয়ে প্রকাশিত একটি নিবন্ধের জন্যে দৈনিক প্রথম আলোর সম্পাদক এবং পত্রিকাটির যূগ্ম সম্পাদকের বিরূদ্ধে আদালত অবমাননার রূল জারি করেছে বাংলাদেশের হাই কোর্ট –জানাচ্ছেন ঢাকা থেকে মতিয়ুর রহমান চৌধুরী। mrc
Your browser doesn’t support HTML5
mrc
চীনের কুনমিংয়ে শনিবার রাতে সন্ত্রাসীদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে কম হলেও ৩৩ জনের প্রাণ হানি হয়েছে বলা জানা গিয়েছে; ঐ ঘটনায় বাংলাদেশের কেউ হতাহত হননি বলে জানিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরূ।ak
Your browser doesn’t support HTML5
ak
ঘটনা সম্পর্কে আমরা কথা বলি কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল শাহনাজ গাজির সঙ্গে –ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন।consul