ভয়েস অফ এ্যামেরিকার ঢাকা সংবাদদাতাদের রিপোর্ট

বাংলাদেশে ৩০ হাজারের বেশি নিবন্ধিত বর্মি মুসলীম শরনার্থী রয়েছেন দীর্ঘদিন ধরে আর নিবন্ধন করা নেই এমোন বর্মি শরনার্থীর সংখ্যা দু’ লক্ষের ওপর । গত দেড় বছরে বর্মার আরাকান প্রদেশে ধর্মিয় সহিংসতার কারণে বাংলাদেশে পালিয়ে আসাদের সংখ্যা বাড়ছে। এই সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। ঢাকা সফররত OIC মহাসচীব আইয়াদ আল মাদানী সোমবার ঢাকায় কয়েকটি অনুষ্ঠানে বলেছেন-বর্মি নাগরীকদেরকে পূর্ণ নাগরীক মর্যাদাপ্রদান ও অন্যান্য সুযোগ সুবিধে প্রদানের জন্যে বর্মি সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।বিষয়টির ওপর রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরূ।

Your browser doesn’t support HTML5

ak rohinga news




রোহিঙ্গা শরনার্থীদেরকে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানো নিয়ে বাংলাদেশের সরকারগুলোর কোনো নিটোল ও কার্যকর উদ্যোগ নেই বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শরনার্থী বিষয়ের গবেষক ডক্টর তাসনীম সিদ্দিকী। ডক্টর সিদ্দিকী মনে করেন এসব কিছু চলছে যেন এ্যাডহক ভিত্তিতে। আর তাঁরই মন্তব্য নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরূ ঢাকা থেকে।

Your browser doesn’t support HTML5

ww ak



বাংলাদেশের মোট দেশজ উত্পাদন GDP-তে গৃহিনীদের অবদান এক লক্ষ কোটি টাকারও বেশি – জানাচ্ছেন ঢাকা থেকে জহূরূল আলম।za report

Your browser doesn’t support HTML5

za report