ভয়েস অফ এ্যামেরিকার ঢাকা সংবাদদাতাদের রিপোর্ট

বাংলাদেশে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে-বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানিয়ে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে মতিয়ুর রহমান চৌধুরী।

Your browser doesn’t support HTML5

mrc

মালয়েশিয়া এখন থেকে সব খাতেই বাংলাদেশি শ্রমিকদের যেতে পারার বিষয়টি চুড়ান্ত করেছে-দু’ দেশের মধ্যে এ বিষয়ে নিস্পত্তি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা থেকে আমির খসরু তাঁর রিপোর্টে।

Your browser doesn’t support HTML5

ak

বাংলাদেশে, সরকার, সংবিধানের ষোড়শ সংশোধনী আনার যে সিদ্ধান্ত নিয়েছে, তারই বিশ্লেষন করেছেন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রধান- বিশিষ্ট আইনবীদ ডক্টর শা’দীন মালিক ভয়েস অফ এ্যামেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে।তাঁর সঙ্গে কথা বলেন ভয়েস অফ এ্যামেরিকার ঢাকা সংবাদদাতা আমির খসরু।

Your browser doesn’t support HTML5

ak ww