ভারতের অসম রাজ্যে,বোড়ো এলাকার মুসলিমদের আত্মরক্ষার জন্যে তাঁদেরকে আগ্নেয়াস্ত্র হাতে দেবার কথা ভাবছে অসম সরকার। বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
Your browser doesn’t support HTML5
gg report
এর আগে অসমে National Democratic Front Of Boroland জঙ্গিরা নির্বিচার গুলি চালিয়ে সংখ্যালঘু গোষ্ঠীর মানুধের হত্যা করে- তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন আমাদের অপর সংবাদদাতা পরমাশিস ঘোষরায় তাঁর প্রতিবেদনে।