ভারতে, পরমাণূ-বিদ্যুত উত্পাদন ক্ষমতা আগামি দশ বছরে তিনগুন বাড়ানোর লক্ষ স্থির করলো সরকার- এ নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
Your browser doesn’t support HTML5
gupta
কলকাতার বই মেলায় এক অনুষ্ঠানে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড রাহূল ভার্মা বলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামার সাম্প্রতিক ভারত সফর অর্থনীতিতে প্রণোদনা জোগাতে মদত দেবে- রিপোর্ট পাঠিয়েছেন এরই ওপর কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়।
Your browser doesn’t support HTML5
param