VOA 60: যুক্তরাষ্ট্রের নির্বাচনের খবর



বষ্টন ডট কম বলছে নতুন এক জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে ওবামার নির্বাচনী প্রচারের লক্ষ্য হচ্ছে ভোটারা যেন ভোট দেয়। ইউ এস এ টুডে এবং এবং সফাক ইউনিভার্সিটির যৌথ এক সমিক্ষায় দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ওবামা মিট রম্নির চাইতে ২৩ পয়েন্টে এগিয়ে আছেন তবে তালিকাভূক্ত ভোটারা নভেম্বরের নিবর্বাচনে ভোট দেবেন কিনা সে সম্পর্কে নিশ্চিত নন।
দি ওয়াল ষ্ট্রীট জার্নাল বলছে নর্থ ক্যারোলাইনা রাজ্যের ন্যাসকার কোম্পানির উদ্বোগে গভর্নার রম্নি ১০ লক্ষ্য ৫০ হাজার ডলার সংগ্রহ করেছেন।

Your browser doesn’t support HTML5

us election: VOA 60


দি হ্যাফিংটন পোষ্ট মন্তব্য করেছে নিউ ইয়র্ক ভিত্তিক একটি নাগরিক গ্রুপের অনুরোধে উভয় দলই নির্বাচন প্রচার থেকে ১১ই সেপ্টেম্বরের হামালার উল্লেখ করে যে কোন বিজ্ঞাপন প্রত্যাহার করে নিয়েছে।