ঢাকায় মা-শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক কর্মশালা শুরু

Health Workshop

এক হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রতি ঘন্টায় ৯ টি নবজাতক শিশু মারা যায়। অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পরিবেশে সন্তান প্রসবকালে বাংলাদেশে প্রতিবছর প্রতি ৬ শ’ জন মায়ের মধ্যে একজন মারা যান। এই প্রেক্ষাপটে ঢাকায় USAID, ভয়েস অব আমেরিকা এবং রেডিও টু ডে-র উদ্যোগে শিশু এবং অন্তঃসত্ত্বা মায়েদের মৃত্যু প্রতিরোধ বিষয়ক তিনদিনব্যাপী একটি কর্মশালা শুরু হয়েছে। ঐ কর্মশালায় ৩১ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ কর্মশালায় শিশু ও মাতৃমৃত্যু পরিস্থিতি এবং এর প্রতিরোধক ব্যবস্থাপনার নানান তথ্যাদি উঠে আসে বিশেষজ্ঞ বক্তাদের বক্তব্যে। এই কর্মশালায় বক্তব্য রাখেন শিশু ও মাতৃমৃত্যু বিষয়ের দুজন বিশেষজ্ঞ । স্বাস্থ্য সেবাদান কর্মসূচি ‘সূর্যের হাসি’ প্রকল্পের প্রধান ড. হালিদা হানুম আক্তার, সেভ দ্য চিলড্রেন-এর মা-মনি প্রকল্পের পরিচালক ডা. ইশতিয়াক মান্নান। তিন দিনব্যাপী এই কর্মশালায় জাতীয় দৈনিক এবং ইলেকট্রনিক মিডিয়ার ৩১ জন সাংবাদিক অংশ নিচ্ছেন এবং কর্মশালার সঞ্চালন করছেন ভয়েস অব আমেরিকার ব্রডকাস্টার সরকার কবীরউদ্দিন।

ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

VOA Workshop