যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ন খবর নিয়ে VOA60তে সবাইকে আমন্ত্রন জানাচ্ছি আমি সেলিম হোসেন

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ন খবর নিয়ে VOA60তে সবাইকে আমন্ত্রন জানাচ্ছি আমি সেলিম হোসেন। রিপাবলিকান দলের ১১জন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে দ্বিতীয়বারের ন্যায় টেলিভিশন বিতর্ক শুরু হচ্ছে বুধবার, ক্যালিফোর্নিয়ার রোনাল্ড রেগান লাইব্রেরীতে। এগিয়ে থাকা প্রার্থী ডনাল্ড ট্রাম্প এবারো সকলের দৃষ্টি করবেন। সোমবার টেক্সাসে তার সমাবেশে যোগ দেন হাজার হাজার মানুষ। উত্তর ক্যালিফোর্নিয়ার নাপা ভ্যালীর দাবানল প্রকান্ড আকার ধারণ করেছে। গত শনিবার থেক ঐ দাবানলে ২৪ হাজার হেক্টর জামির ৪০০ বাড়ী পুড়ে গেছে। দাবানলে একজনের প্রাণহানি ঘটেছে। ৭২ বছর বয়সী হতভাগ্য বারবারা ম্যাক উইলিয়ামের মরহেহ তার বাড়ীর ধ্বংসাবশেষের মধ্য হতে উদ্ধার করেছেন, অগ্নিনির্বাপক কর্মীরা। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে আসা পোপ ফ্র্যান্সিসের ওপর, আইসিসের হামলার পিরকল্পনায় সহযোইগতার সন্দেহে ফিলাডেলফিয়ার ১৫ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে এফবিআই। এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটির এক যৌথ বিবৃতির উল্লেখ করে এবিসি জানায় ঐ তরুণ বেশকিছু বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্র ব্যাবহার করে হামলার পিরকল্পনায় যোগ দেয়ার সন্দেহ করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল VOA60তে আজকের খবরগুলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।