যুক্তরাষ্টে ফেডারেল দপ্তরের আংশিক বন্ধ অবসানের লক্ষে সেনেটে ভোট হবার কথা

সেনেট সংখ্যারিষ্ঠ দলের নেতা মিচ ম্যাকনেল আসছেন ক্যাপিটল হিলে

আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেনেট প্রতিদ্বন্দ্বিতামূলক দলীয় প্রচেষ্টায় ফেডারেল সরকারের আংশিক বন্ধের অবসান ঘটানোর লক্ষ্যে ভোটাভুটির আয়োজন করছে। এই আংশিক বন্ধ এখন দ্বিতীয় মাস চলছে তবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দপ্তরে পৌছুনোর মতো কোন সহজ উপায় কোন পক্ষই দিতে পারছে না।

আজ বিকেলের একটি ভোট হচ্ছে, ৫৭০ কোটি ডলার খরচ করে ট্রাম্পের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র –মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ এবং অভিবাসন বিষয়ে সীমিত সংস্কার। এই প্যাকেজ প্রস্তাবের লক্ষ্য হচ্ছে বর্তমান অর্থ বছরে সরকারের অর্থায়ন করা।

সেনেটে ডেমক্র্যাটিক প্রস্তাবের উপরও ভোট নেয়া হবে। ঐ প্রস্তাবে ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত সরকারকে অর্থায়ন করার কথা বলা হয়েছে। ঐ প্রস্তাবে সীমান্তে নিরাপত্তা কিংবা অভিবাসনের ব্যাপারে কিছু বলা হয়নি । এর লক্ষ্য হচ্ছে ফেডারেল দপ্তরগুলো খোলা এবং কংগ্রেস নের্তৃবৃন্দ ও হোয়াইট হাউজের মধ্যে একটি চুক্তি সম্পাদন করা।