ফোক্সওয়াগেনের শেয়ারের মূল্য প্রচন্ড ভাবে পড়ে গেছে

vw headquaters

জার্মান গাড়ি নির্মানকারী কম্পানি ফোক্সওয়াগেনের শেয়ারের মূল্য সোমবার ১৩ শতাংশের বেশি নেমে যায়। ফ্র্যাঙ্কফোর্ট শেয়ার বাজার খোলার পরপরই তা হয়। তার আগে এই খবর প্রকাশিত হয় যে যুক্তরাষ্ট্রে ওই কম্পানির কিছু ডিজেল গাড়িতে এমন সফ্টওয়ার are আছে যা ইচ্ছাকৃত ভাবে ত্রুটিপূর্ণ তথ্য প্রদান করে।

দিনের মাঝামাঝি পর্যন্ত ওই ধারা বজায় থাকে। দেখা যায় যে ফোক্সওয়াগেনের শেয়ারের মূল্য ২০ শতাংশের বেশি পড়ে যায়।

ফোক্সওয়াগেনের এর CEO Martin Winterkorn একদিন আগে ক্রেতা সাধারণের বিশ্বাস হারানোর জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন তারা তদন্তে সম্পূর্ণ ভাবে সহযোগিতা করবেন।